সাংবাদিকতায় দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পিআইবি ২০০০-২০০১ শিক্ষাবর্ষে (১০ মাস মেয়াদি) সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স চালু করে। ইতোমধ্যে এ কোর্সের ১৩টি ব্যাচ সফলভাবে ডিপ্লোমা সম্পন্ন করেছে। ১৪তম ব্যাচ চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবে। বর্তমানে ১৫তম ব্যাচের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই ক্লাস শুরু হবে। স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সটিকে সময়োপযোগী করার জন্য জুলাই ২০১০ জুন ২০১১ অর্থবছরেও ডিপ্লোমার সিলেবাসকে নতুনভাবে সাজানো হয়েছে। একই সাথে বর্তমান প্রযুক্তি-নির্ভর সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার জন্য একাডেমিক কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এই কোর্সটি ইতোমধ্যে গণমাধ্যমকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে।